চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ ট্যাক্সিচালকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/03/10/photo-1425967160.jpg)
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় গুরুতর দগ্ধ ট্যাক্সিচালক সাবের আহমেদ (২৮) মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মোহাম্মদ খালেদ বলেন, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্যাক্সিচালক সাবের আহমেদ ও যাত্রী রণজিৎ দগ্ধ হন। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে রণজিৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে ট্যাক্সিচালকের মৃত্যু হলো।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাঈম হাসান জানিয়েছেন, পেট্রলবোমা ছোড়ার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় দুই ছাত্রদল নেতা কামাল হোসেন ও ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতে জবানবন্দিতে তাঁরা এ হামলায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে।