সিংগাইরে জিতল বিএনপি

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয় ছয় হাজার ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মীর মো. শাজাহান পেয়েছেন চার হাজার ৮২৮ ভোট।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু নঈম বাশার পেয়েছেন তিন হাজার ৩৭৭ ভোট।
এর আগে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিক্ষিপ্ত দুটি ঘটনার মধ্য দিয়ে অনেকটাই শান্তিপূর্ণভাবে সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, শান্তিপূর্ণ পরিবেশ ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বিঘ্নে ভোটগ্রহণ করা হয়েছে।
সিংগাইর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি মনোনীত বর্তমান মেয়র খোরশেদ আলম ভূঁইয়া জয় (ধানের শীষ), আওয়ামী লীগের আবু নঈম মো. বাশার (নৌকা), খেলাফত মজলিসের মাওলানা আশরাফ আলী (দেয়ালঘড়ি), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী মীর মো. শাজাহান (জগ), স্বতন্ত্র তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ) ও মো. হাফিজ উদ্দিন (মোবাইল ফোন)।
কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও গত রোববার সকালে নির্বাচনী প্রচারের সময় এক নম্বর ওয়ার্ড থেকে এক প্রার্থী মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত অসুখে মারা যান। এ কারণে এই ওয়ার্ডে ওই পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ৩৪ জন কাউন্সিলর ও সাতজন নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷
এই পৌরসভায় ৩৩ হাজার ৩৮০ জনসংখ্যার মধ্যে ভোটার ২০ হাজার ১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার নয় হাজার ৪৭৩ জন ও ১০ হাজার ১৪১ জন নারী ভোটার।
সকাল থেকেই নয়টি ওয়ার্ডে ১০ ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ছিল ৬১টি। সবকেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।
ভোটগ্রহণের সময় বেলা পৌনে ১১টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে সুজন মিয়া (২২) ও আল-আমিন হোসেন (২৪) নামে দুজনকে আটক করে পুলিশ। এরপর বিকেল ৩টার দিকে গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাশারের লোকজন কক্ষের ভেতর ঢুকে ২৬টি ব্যালটপেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দিয়ে বক্সে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ উত্তেজনাকর পরিস্থিরি সৃষ্টি হয়। পরে ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘোষিত তফসিলে সারাদেশে ২৩৬টি পৌরসভার মধ্যে গত ৩০ ডিসেম্বর সিংগাইর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, ভোটার তালিকা ত্রুটিপূর্ণের রিটে হাইকোর্ট এই পৌরসভার নির্বাচন ছয় মাস স্থগিত করেন। পরে আপিলে স্থাগিতাদেশ বাতিল করা হলে পুনঃতফসিল ঘোষণা করা হয়। পুনঃতফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।