আ.লীগের কার্যালয়ের সামনে প্রতীকী নৌকায় অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে প্রতিহিংসার জের ধরে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মশিউর রহমান সবুজের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন। তবে এটিকে সাজানো বলে দাবি করেছেন মশিউর রহমান সবুজ। বিষয়টি নিয়ে উপজেলায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, কালকিনি পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর এতে জয় পেতে মরিয়া হয়ে উঠেছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এনায়েত হোসেন হাওলাদার ও নারকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ। প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একটি প্রতীকী নৌকা প্রদর্শন করেন সমর্থকরা। কিন্তু বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, ‘নৌকা প্রতীকের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজের সমর্থকরা আমাদের প্রতীকী নৌকায় অগ্নিসংযোগ করেছে। আর এ ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছে।’
এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী বলেন, ‘এ ব্যাপারে তদন্তের দাবিতে আমরা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।’