দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল তিনজনের

চুয়াডাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী।
আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনই বাস দুটির চালক।
নিহত দুই চালক হলেন শান্তি মিয়া ও দুলাল হোসেন। নিহত যাত্রীর নাম আরজ আলী। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার বলদিয়া গ্রামের আসাদুজ্জামান, দামুড়হুদার দর্শনার ইসলামবাজার এলাকার সৌরভ, রাজবাড়ীর হেলাল, মুজিবনগরের বাগোয়ান এলাকার হালিমা খাতুন, দামুড়হুদার শিবনগরের বেলী খাতুন ও বড় বলদিয়ার শাহিনা খাতুন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই পূর্বাশা পরিবহনের চালক শান্তি মিয়া ও দর্শনা ডিলাক্সের চালক দুলাল হোসেন মারা গেছেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান, আহত যাত্রীদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আরজ আলীর মৃত্যু হয়।