যানজটে পড়েছিলাম : প্রধানমন্ত্রী
‘যানজট দেখলে আনন্দিত হই, স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে’

যানজট দেখলে আর দুঃখ পান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এতে তিনি আনন্দিতই হন। কারণ মানুষের স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে, গাড়ি কিনছে।
আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন। ওই সমাবেশে আসার পথে যানজটে পড়েন বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসার সময় যানজটে পড়েছিলাম। তবে এ যানজট দেখলে কিন্তু আমার দুঃখ হয় না। বরং আমি আনন্দিত হই যে বাংলাদেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে। তাঁরা গাড়ি ক্রয় করার মতো সক্ষমতা অর্জন করেছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘এ যানজট নিরসনের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ফ্লাইওভার বা উড়াল সেতু নির্মাণ করেছি। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যাতে যানজট মোকাবিলা করা যায়। আমার দুই নবনির্বাচিত মেয়র দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।’