হিজলায় তিনটি সোনার দোকানে ডাকাতি

বরিশালের হিজলায় তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার হরিনাথপুর বাজারে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় এক কোটি টাকার সোনা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দোকান মালিকরা দাবি করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাজারের পাঁচ নৈশপ্রহরীকে আটক করেছে।
সোনা ব্যবসায়ী মনিমোহন ভক্ত বলেন, ‘গতকাল দিবাগত রাতে তাঁর ভাই ধলা ভক্ত এবং পাশের প্রশান্ত কুমার ও রনজিৎ সাহার দোকানের তালা ভেঙে ডাকাতদল প্রবেশ করে। প্রশান্ত কুমারের দোকানের সিন্দুকে সোনা ব্যবসায়ীরা সোনা রাখতেন। এখানে কোটি টাকার ওপর সোনা ছিল। ১৫ মণ ওজনের এই সিন্দুক ডাকাতরা ট্রলারযোগে নিয়ে যায়। এ সময় তিনটি দোকান থেকে নগদ ১৫ লাখ টাকাও লুট করে তারা।
হরিনাথপুর পুলিশ ফাঁড়ি এবং কোস্টগার্ডের ক্যাম্প থেকে ১৫০ গজ দূরে এই ডাকাতির ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ডাকাতি নয়, সংঘবদ্ধ চোরচক্র কৌশলে একে একে পাঁচ নৈশ্যপ্রহরীকে আটক করে দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরীদের আটক করা হয়েছে। মাঠে রয়েছে পুলিশের টিম।