মাধবদীতে মেয়র পদে আ. লীগের প্রার্থী জয়ী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/12/photo-1452618859.jpg)
নরসিংদীর মাধবদী পৌরসভায় পুননির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে মোট ১২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোশাররফ হোসেন প্রধান মানিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. ইলিয়াস পেয়েছেন আট হাজার ৪১৮ ভোট।
হট্টগোল, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২০৪।
এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সকাল থেকেই মাধবদীর প্রত্যেকটি ভোটকেন্দ্রে ছিল নারী-পুরুষের লম্বা লাইন। নানা শঙ্কা থাকলেও স্বতঃস্ফূর্তভাবেই ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে হাজির হন ভোটাররা। পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠানে জাল ভোট দেওয়ার অভিযোগ করেন বিএনপির প্রার্থী মো. ইলিয়াস। তিনি কেন্দ্র দখলের অভিযোগও করেন।
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিকও।
দুপুর ১২টার পর থেকে কয়েকটি কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। কয়েকটি কেন্দ্রের বাইরে চলে ককটেল বিস্ফোরণ। জাল ভোট দেওয়ার চেষ্টার সময় আটক হয় চারজন। ছোট মাধবদী বেসরকারি মাদ্রাসা কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি বর্ষণ ও একাধিক ককটেল বিস্ফোরণের কারণে ৩ নং ওয়ার্ডের একটি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।