বহুতল ভবনগুলোতে সিসিটিভি বসাতে বলবে সরকার

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বহুতল ভবন ও ইমারতগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ভবনমালিকদের অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘ছাদের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়।’
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ভবনগুলোতে সিসিটিভি লাগাতে আমরা অনুরোধ করব।’
আসাদুজ্জামান বলেন, ‘আমরা সরকারিভাবেও চিন্তা করছি ঢাকা শহরে সিসিটিভি ক্যামেরায় কীভাবে নেওয়া যায়। তার আগে তো ঘটনা ঘটে যাচ্ছে। (ভবন) মালিকদের আমরা বলব তাঁরা যেন (সিসিটিভি) সংযোগ দেন। খুব বেশি দামি কিন্তু নয়। কাজেই এত বড় একটা বিল্ডিং তার সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগাবে না, এটা তো ঠিক নয়।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রতিটি ইমারতের নিরাপত্তা রক্ষী আছে। নিরাপত্তারক্ষীকে যদি হুঁশিয়ার করে দেওয়া হয় কিংবা নির্দেশ দেওয়া হয় যে নিয়ন্ত্রিতভাবে যেন ওখানে (ছাদে) ওঠানামা করে। সন্দেহভাজন কেউ যেন ওঠতে না পারে। তাহলেই তো নিয়ন্ত্রিত হয়ে যায়।’