যশোরে ডিজিটাল মেলা শুরু

আজ বৃহস্পতিবার সকাল থেকে যশোরে শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। ছবি : এনটিভি
যশোরে শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এর আগে ডিজিটাল মেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।