মুক্তিযোদ্ধাদের পরিবারও সব সুযোগ ভোগ করবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শুধু মুক্তিযোদ্ধারাই নয়, তাদের পরিবারও বংশানুক্রমে মুক্তিযোদ্ধার সব সুযোগ-সুবিধা ভোগ করবে। আর এ সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এক হাজার দুঃস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আমির হোসেন আমু আরো বলেন, দুঃখী মানুষের বেশির ভাগই বাস করে গ্রামে। এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছেন। প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে দুঃস্থ মানবতার কল্যাণে বর্তমান সরকার সবসময় এগিয়ে আসছে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী সদর উপজেলার ২৭ জন মুক্তিযোদ্ধার হাতে তিন লাখ ৩২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যর মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ।