আশুগঞ্জে সড়ক দুর্ঘটনা, আহত ৪০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/17/photo-1453038378.jpg)
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ট্রাক ও বাসসহ বিভিন্ন যানবাহনের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। আজ রোববার সকালে সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে আশুগঞ্জ উপজেলার বাহাদুর পর্যন্ত চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিশ্বরোড হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক জানান, আজ রোববার সকাল সাড়ে ৭টায় ঘনকুয়াশার কারণে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাস ও সিলেটগামী কাভার্ডভ্যান মুখোমুখি প্রথম সংঘর্ষ হয়। এরপরই পেছন থেকে আরো চারটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা একের পর এক ধাক্কা লাগে। এতে অন্তত ৪০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
ওসি আলমগীর সিদ্দিক আরো জানান, খবর পেয়ে বিশ্বরোড হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তিনি বলেন, ‘এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমাদের নিজস্ব রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’