ভারতে কারাভোগের পর দেশে ফিরেছে চার বাংলাদেশি

ভারতে দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর দেশে ফিরেছে একই পরিবারের চার বাংলাদেশি। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের হস্তান্তর করে।
সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলার বরাবর শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।
দেশে ফিরে আসারা হলো কক্সবাজার জেলার চকরিয়া থানার নলবুনিয়া গ্রামের জিয়াবুর রহমানের স্ত্রী ফাতেমা বিবি (৩৫), তাঁর ছেলে হেলাল উদ্দিন (১৭), মোহাম্মদ হোসাইন (১২) ও মেয়ে আয়েশা খাতুন(৮)। তাঁরা দীর্ঘ পাঁচ বছর ফাতেমা বিবি মেয়ে আয়েশাকে নিয়ে বহরমপুর কেন্দ্রীয় কারাগার ছিল। আর দুই ছেলে ছিল বহরমপুর আনন্দ আশ্রম সেফহোমে।
ফাতেমা বিবি জানান, স্বামী মারা যাওয়ার পর ছোট ছোট সন্তানদের নিয়ে তিনি অনেকটা বিপদে পড়ে যান। এলাকার কয়েকজনের মিথ্যা প্রলোভনে পড়ে ২০১১ সালের ১০ জানুয়ারি দুপুরে সন্তানদের নিয়ে দিনাজপুরের হিলি বর্ডার দিয়ে ভারতে যান কাজের সন্ধানে। এরপর মালদা রেলস্টেশনে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। পরে পাঁচ বছর জেল হয়।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এদের দামুড়হুদা থানায় নিয়ে প্রকৃত ঠিকানা পরীক্ষা-নিরীক্ষার পর জনপ্রতিনিধির মাধ্যমে নিজ এলাকায় পাঠানো হবে।
দর্শনা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই মনির হোসেন, দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই নাজমুল হোসেন। ভারতের পক্ষে ছিলেন গেঁদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই ডি দাস, বহরমপুর থানার এসআই সুদীপ চট্টোপাধ্যায়, গেঁদে ইমিগ্রেশনের কর্মকর্তা পি সাবা।