খালেদা জিয়ার কাছে চিকিৎসকদের প্রতিবাদলিপি

হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে প্রতিবাদলিপি দিয়েছেন ‘চিকিৎসক জাতীয় সংসদ সদস্যবৃন্দ’। আজ বুধবার দুপুর ১টার দিকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ প্রতিবাদলিপি দেন তাঁরা।
গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান খালেদা জিয়ার পক্ষে এ প্রতিবাদলিপি গ্রহণ করেন।
এ সময় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও চিকিৎসক মো. হাবিবে মিল্লাত মুন্না সাংবাদিকদের বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী যে হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে, হরতাল ও অবরোধের নামে যে অরাজনৈতিক কার্যক্রম চলছে তা যেন আর না হয় সে জন্যই আমরা একটা প্রতিবাদলিপি দিতে এসেছিলাম। আমরা জনপ্রতিনিধি, আমরা চিকিৎসক, আমরা মানুষের সেবা দিতে চাই। এ কারণেই একটা প্রতিবাদলিপি দিতে এসেছিলাম, প্রতিবাদলিপি দিয়ে গেলাম।’
এ সময় পেট্রলবোমা-ককটেল হামলা বন্ধ করে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান হাবিবে মিল্লাত। তিনি অভিযোগ করেন, এ পর্যন্ত দেড় হাজার বাসে অগ্নিসংযোগ এবং রেল ও নৌ-পথে কয়েক দফা নাশকতা করা হয়েছে, যার হুকুমদাতা খালেদা জিয়া। অবিলম্বে এসব বন্ধ করার দাবি জানান এ চিকিৎসক নেতা।
স্মারকলিপি গ্রহণের সময় শায়রুল কবির খান চিকিৎসক নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানে নাটক করতে এসেছেন, নাটক করে চলে যান। সারা দেশে গুম ও ক্রসফায়ারে যে হত্যাকাণ্ড হচ্ছে সে বিষয়ে প্রতিবাদ জানিয়ে আপনারা প্রধানমন্ত্রীর কাছে কোনো স্মারকলিপি দেন না। আমরা আশা করি আপনারা গুম, হত্যা ও বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর কাছেও একটি স্মারকলিপি দেবেন।’
এর আগে বনানী মাঠে ‘চিকিৎসক জাতীয় সংসদ সদস্যবৃন্দ’-এর আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দেশব্যাপী হরতাল-অবরোধ বন্ধের দাবি জানান। পরে একটি মিছিল বের করেন তাঁরা। পুলিশ মিছিলটি বনানী মোড়েই আটকে দেয়। এরপর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার কার্যালয়ে এসে বিএনপির চেয়ারপারসন বরাবর একটি প্রতিবাদলিপি দেয়।