আট মাসে কোরআনে হাফেজ হয়েছেন লক্ষ্মীপুরের ওমর

সাধারণত কোরআন মুখস্থ করতে অনেকের দুই থেকে তিন বছর সময় লাগে। সেখানে মাত্র আট মাসে পুরো কোরআন মুখস্থ করেছেন লক্ষ্মীপুরের রামগতির শিশু ওমর। শিশুটি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। বয়স মাত্র ৯ বছর। পুরো নাম মোহাম্মদ ওমর ফারুক। সে মাত্র আট মাসে পুরো কোরআন মুখস্থ করে সবাইকে মুগ্ধ করেছে।
ওমর ফারুক জেলা ও জাতীয় পর্যায়ে পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। ওমর ফারুক ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কোরআন মুখস্থ করা শুরু করেন এবং মাত্র আট মাসের মধ্যে পুরো কোরআন মুখস্থ করেন। তার এই অসাধারণ সাফল্য কেবল তার কঠোর পরিশ্রমের ফল নয়, বরং তার অটুট সংকল্প এবং পড়াশোনার প্রতি গভীর মনোযোগের ফল।
হাফেজ ওমর ফারুক বলেন, ‘আমার ইচ্ছা একদিন বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করবো।’
মাদ্রাসার শিক্ষকরা জানান, প্রথমে তাকে দিনে দুই থেকে তিন পৃষ্ঠা করে পড়ানো হতো, কিন্তু তার পড়াশোনার প্রতি আগ্রহ এবং পরিশ্রম দেখে ধীরে ধীরে তার পড়ার পরিমাণ বাড়ানো হয়। এক সময় তাকে দিনে পাঁচ থেকে দশ পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হতো।

ওমর ফারুকের বাবা জিয়া উদ্দিন (রানা) বলেন, ‘আমার স্ত্রী ও মায়ের অনেক আশা ছিল ছেলেটি হাফেজ হবে। আজ সে আশা পূর্ণ হয়েছে।
মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন (জামিল) বলেন, এই সাফল্য আল্লাহর রহমত এবং ওমর ফারুকের কঠোর পরিশ্রমের ফল। এটি আমাদের মাদ্রাসার জন্য গর্বের বিষয়। ওমর ফারুকের পরিশ্রম ও অধ্যবসায় অন্যদের জন্যও একটি বড় উদাহরণ হয়ে থাকবে।