নারায়ণগঞ্জে ৫ খুন : মাহফুজ ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে পাঁচ খুনের মামলায় গ্রেপ্তার হওয়া মাহফুজের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মাহফুজ পাঁচ খুনের ঘটনায় মামলার বাদী এবং নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের বোনের ছেলে। মামলার এজাহারে নিহত লামিয়াকে উত্ত্যক্ত করার পরিপ্রেক্ষিতে মাহফুজকে সন্দেহ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্তের স্বার্থে মাহফুজকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাতে নারায়ণগঞ্জের ২ নম্বর বাবুরাইল এলাকার একটি বাড়িতে একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহ উদ্দিন সুইট জানান, গ্রেপ্তার হওয়া মাহফুজ এর আগে তাঁর মামি লামিয়াকে উত্ত্যক্ত করেছিলেন। এই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ আজ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।