নারায়ণগঞ্জে ৫ খুন : নাজমা ৫ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের পাঁচ খুনের সন্দেহভাজন আমাসি নাজমা বেগমকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আশিক ইমাম রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নাজমা বেগমকে শরীয়তপুর থেকে এনে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর দুপুর ২টায় নাজমাকে আদালতে হাজির করা হয়। পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার দিবাগত রাতে শরীয়তপুরের ডামুড্যা থেকে নাজমাকে আটক করে পুলিশ।
আজ সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এনটিভি অনলাইনকে জানিয়েছেন, নিহত তাসলিমার সঙ্গে নাজমা বেগমের অর্থ লেনদেন ছিল।
গত শনিবার ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তিরা হলেন ওই পরিবারের তাসলিমা (৩৫), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়া (২৫)।
এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি দুপুরে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনজনকে সন্দেহ (সাসপেক্ট) করে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় আসামির বিরুদ্ধে মামলা করেন। এরই মধ্যে মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এ মামলায় নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের বোনের ছেলে মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।