রওশন চেয়ারম্যান নন, দলের সিদ্ধান্ত নিতে পারেন না

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিরোধী দলের নেতা রওশন এরশাদের দলের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। জাতীয় পার্টিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাও সম্পূর্ণ অবৈধ।
আজ সোমবার রাতে রংপুরে একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন সাবেক রাষ্ট্রপতি।
রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই এরশাদের এ বক্তব্য এলো।
নিজেকে জাতীয় পার্টির নির্বাচিত চেয়ারম্যান উল্লেখ করে এইচ এম এরশাদ বলেন, ‘আমি ছাড়া কেউ দলের সভাপতিমণ্ডলীর সভা ডাকতে পারেন না। কেউ ডাকতে পারেন না। রওশন এরশাদ তো জাতীয় পার্টির চেয়ারম্যান নন। উনি পার্লামেন্টারি দলের চেয়ারম্যান, নট জাতীয় পার্টির চেয়ারম্যান। আই এম দি ইলেকটেড চেয়ারম্যান অব জাতীয় পার্টি। আই এম অনলি পারসন হু ক্যান কল প্রেসিডিয়াম মিটিং, নো বডি এলস। যারা এটা করেছে, তারা সবাই অবৈধ কাজ করেছে।’
এ সময় নতুন ঘোষিত দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দাবি করেন, ‘দলের সভাপতিমণ্ডলী ও পার্লামেন্টারি দলের সদস্যদের যৌথসভায় সর্বসম্মতিক্রমে রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।’
এর কিছু সময় পরই জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘রওশান এরশাদ দলের চেয়ারম্যান নন, তিনি সংসদীয় দলের চেয়ারম্যান। তাই তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আর জাতীয় পার্টিতে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাও সম্পূর্ণ অবৈধ।’