গাজীপুরে ট্রেনে কাটাপড়ে একজন নিহত

গাজীপুরে ট্রেনে কাটাপড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া এনটিভি অনলাইনকে জানান, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০। তাঁর পরনে নেভি ব্লু জ্যাকেট ও নীল-খয়েরি রঙের লুঙ্গি রয়েছে।
এএসআই আরো জানান, রেলস্টেশনের আউটার সিগনালের দক্ষিণপাশে সকালে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে ওই ব্যক্তি নিহত হন। তাঁর বাম পা হাঁটুর ওপর থেকে কাটা যায় এবং মাথা থেতলে গিয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।