‘গোটা দেশ আজ কারাগারে পরিণত’

‘গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। মানুষ কথা বলতে পারছে না, প্রতিবাদও করতে পারছে না। এ অবস্থা থেকে উত্তরণে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ মঙ্গলবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, গণতন্ত্রের লেবাসে ফ্যাসিবাদি সরকার দেশ চালাচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানুষের সব অধিকার হরণ করা হয়েছে। বল প্রয়োগের মাধ্যমে মানুষের চলার সব পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুর রহমান তোতনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপিকা নার্গিস বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি মো. ইসহক, অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।