যশোরে ৬টি তাজা বোমা উদ্ধার

যশোর থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, বিবদমান হাসান ও আজিজুল নেতৃত্বাধীন পক্ষ এবং হেমায়েতের নেতৃত্বের পক্ষ সংঘর্ষের প্রস্তুতির জন্য আগ্নেয়াস্ত্র প্রস্তুত করছে বলে পুলিশের কাছে খবর আসে।
এ খবরের ভিত্তিতে গত রাতে খোলাডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুপক্ষের লোকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক আইনে হাসান, আজিজুলসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।