কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহ উদযাপিত হচ্ছে। ‘এবারের অঙ্গীকার, কারাগার হোক সংশোধনাগার’ স্লোগান সামনে রেখে আয়োজিত আজ মঙ্গলবার সকালের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শক। কারা সপ্তাহ উদ্বোধনের শুরুতেই কারারক্ষীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে মন্ত্রী পায়রা উড়িয়ে কারা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে কারা মেলা উদ্বোধন ও কারারক্ষীদের দরবারে ভাষণ দেবেন মন্ত্রী। এখান থেকে মন্ত্রী সুনামগঞ্জ, নেত্রকোনা ও দিনাজপুরে তিনটি কারাগারের উদ্বোধন ঘোষণা করবেন।
কারা সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও উদ্বোধন করা হবে। এ উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।