প্রতিটি উপজেলায় কারিগরি বিদ্যালয় হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপন করা হবে। একই সঙ্গে বিদেশগামী জনশক্তি প্রশিক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৪৩৯টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প বিবেচনায় আছে।’
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে আজ বুধবার নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট উপজেলায় কারিগরি বিদ্যালয় স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবের কাজ চলছে।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের যেসব জেলায় এখনো পলিটেকনিক ইনস্টিটিউট নেই, সেসব জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের সরকারি পরিকল্পনার অংশ হিসেবে ২১টি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগীয় সদরে তিনটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর ব্ভিাগে প্রতিটিতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রকল্প নিয়ে কাজ চলছে।’ দেশে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য কারিগরি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানান।