প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ পিএসসির মাধ্যমে

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন খালিদ বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
সচিব জানান, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার পদ খালি রয়েছে। এসব পদে নিয়োগের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এর মধ্যে ৬৫ শতাংশ প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে পদোন্নতির ভিত্তিতে, আর বাকি পদগুলো পূরণ করা হবে পিএসসির মাধ্যমে।
এর আগে গত বছর অক্টোবরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে শিক্ষক নিয়োগে নতুন একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সময় সরকারি কর্মকমিশনের (পিএসসি) আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন বা নন-গভর্নমেন্ট টিচার সিলেকশন কমিশন (এনটিএসসি) গঠন করার কথা বলা হয়।
নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে আর্থিক অনিয়ম, কেলেঙ্কারি ও অযোগ্যদের নিয়োগ পাওয়াকে উল্লেখ করেন শিক্ষাসচিব। এ ছাড়া আগে নিবন্ধন পরীক্ষা থাকলেও মৌখিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা না থাকায় এ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল বলেও জানানো হয়।