রাজাপুরে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব আঙ্গারিয়া গ্রামে অগ্নিদগ্ধ গৃহবধূ সাথী আক্তার (২০) মারা গেছেন। আজ বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ৯ জানুয়ারি পূর্ব আঙ্গারিয়া গ্রামে শ্বশুরবাড়িতে সাথী আক্তারের শরীরে আগুন লাগে। সাথী রাজাপুরের মানকি সুন্দর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং পূর্ব আঙ্গারিয়ার টমটম চালক লালু ফকিরের স্ত্রী। তাঁদের ছয় মাসের এক শিশু সন্তান রয়েছে।
প্রতিবেশীদের কয়েকজন জানান, পারিবারিক কলহের জের ধরে সাথী গত ৯ জানুয়ারি সন্ধ্যায় ঘরের দরজা-জানালা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাথীর বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি আমার জামাইয়ের কাছে শুনেছি, মেয়ের জন্য খাবার রান্না করতে গিয়ে সাথীর গায়ে আগুন লেগে তাঁর শরীর ঝলসে যায়। ঘটনার পর পরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। জানা মতে, জামাইয়ের সঙ্গে আমার মেয়ের কোনো বিরোধ ছিল না।’
সাথী বেগমের স্বামী লালু ফকির বলেন, ‘আমার স্ত্রীর গায়ে আগুন লাগার পর তাঁরে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি। গরিব হইলেও চিকিৎসায় কোনো অবহেলা করি নাই।’
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’