নারায়ণগঞ্জে ফলের আড়তে আগুন

নারায়ণগঞ্জ সদরের কালীবাজার চাড়ারগোপ এলাকায় আগুনে কয়েকটি ফলের আড়ত পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে কেউ হতাহত হননি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল হোসেন জানান, রাত সোয়া ১টায় আগুন লাগে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, তদন্ত না করে ক্ষতির পরিমাণ বলা যাবে না।