দৌলতদিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজবাড়ী সদর উপজেলার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের থানখানাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হন।
রাজবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বাসের চাপায় সামাদ মৃধা (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হন। তাঁর বাড়ি দৌলতদিয়া ইউনিয়নে।
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে থানখানাপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে বাড়ি খেলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং চারজন আহত হন। গাড়িটি সেই সময় কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মাইক্রোবাসের হেলপার রুবেল (২৫), যাত্রী হালিমা বেগম (৫৫)। নিহত রুবেলের বাড়ি ঢাকার দক্ষিণখান এলাকায়, হালিমা বেগমের বাড়ি রাজবাড়ী সদরের কুলারহাট ইউনিয়নের রসড়া গ্রামে।