স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ছাত্র নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকচাপায় সিয়াম তালুকদার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে বালুভর্তি একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দেয়।
আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সিয়াম। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।