৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
আগামী ৩১ জানুয়ারি থেকে সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত পদের জন্য মৌখিক পরীক্ষা শুরু হবে। কমিশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি জানিয়েছে, আগামী ৩ মার্চ পর্যন্ত এ পরীক্ষা চলবে।
বাকিদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে কমিশনের নিজস্ব ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মৌখিক পরীক্ষার জন্য কমিশনের পক্ষ থেকে আলাদা করে কোনো সাক্ষাৎকারপত্র সরবরাহ করা হবে না।
গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএস ২০১৪-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। আর ৬ মার্চ এই প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৪৪ হাজার ১০৭ প্রার্থী অংশ নেন, যা ছিল এই পরীক্ষার ইতিহাসে সর্বোচ্চসংখ্যক প্রার্থী।
লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ছয় হাজার ৮৮ জন।