সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আই সোলারের নির্মাণাধীন কার্যালয় পুড়ে গেছে।
শুক্রবার রাত ৯টার দিকে আগুন লাগে। এর দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের মণ্ডলপাড়ার ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঢাকার ডেমরা, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া থেকে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ঘটনাস্থলে পাশে প্রতিষ্ঠানটির বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।
ফায়াস সার্ভিস জানায়, আগুনে আই সোলারের দোতলা ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু ল্যাপটপ, কম্পিউটার, জরুরি নথিপত্র, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র সবই পড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের কারণ জানা যায়নি।