বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বরিশালে বাসের চাপায় একজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানাধীন রেইনট্রিতলা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সায়েম (২৫)। তিনি বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জের বাসিন্দা টুলু মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন বাবুগঞ্জের চাঁদপাশা গ্রামের বাবুল মোল্লার ছেলে সজীব (২৫) ও সাতমাইল এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে শুভ (২০)। আহতদের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, বিকেলে একটি মোটরসাইকেলে করে বরিশাল থেকে রহমতপুরে যাচ্ছিলেন সায়েম, সজীব ও শুভ। এ সময় এয়ারপোর্ট থানার কাছাকাছি স্থানে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হন তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সায়েমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মাসুদ মোল্লা।