হিলি সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে আটক এক লাখ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেটসহ বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
দিনাজপুরের হিলি সীমান্তে মোটরসাইকেল, ভারতীয় শাড়ি ও বিপুল গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ভোরে হিলি সিপি ক্যাম্পের কমান্ডার আতাহার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা ধরন্দা গ্রামে চোরাকারবারিদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬৯টি ভারতীয় শাড়ি, এক লাখ পিস গরু মোটাতাজাকরণের ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করেন। মোটরসাইকেলসহ জব্দ হওয়া পণ্যের মূল্য ২৫ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।