চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে বার্ষিক প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে তা আয়োজিত হয়।
প্রতিযোগিতার আহ্বায়ক ড. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধাক্ষ্য ড. জাহাঙ্গীর আলম।
ড. আব্দুর রশীদ জানান, ইংরেজি ও বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা , একক অভিনয়, ধারাবাহিক গল্পবলা ও সাধারণ জ্ঞানসহ ১৪টি বিষয়ে বিজয়ী ৪২ জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া একাদশ শ্রেণির মুনিয়া তাসনিম ও সুরভী খাতুনকে সেরাদের সেরা প্রতিযোগী হিসেবে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।