পাখিদের নিরাপদ আবাস গড়তে গাছে ঝুলানো হলো মাটির হাঁড়ি

এক সময় গাছে গাছে পাখির বাসা থাকলেও পরিবেশ বিপর্যয় ও নির্বিচারে গাছ কাটার কারণে এখন আর পাখির বাসা চোখে পড়ে না। পাখিদের নিরাপদ আশ্রয় দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। সোমবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে পাখিদের নিরাপদ আবাস গড়তে গাছে গাছে ১০০টি মাটির হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয়।
জানা যায়, আগে প্রতিটি ঘরের কোণে ও গাছে চড়ুইসহ নানা পাখির বাসা দেখা যেত। এখন নগরায়ণ, ইট-পাথরের ভবন আর গাছপালা উজাড়ের ফলে পাখিদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে।
মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, সরকারের পাশাপাশি পরিবেশ রক্ষায় বেসরকারি বিভিন্ন সংগঠনেরও ভূমিকা রাখা জরুরি। সবাই মিলে গাছপালা ও পাখিদের আবাসস্থল রক্ষা করলে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, আমরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে ১০০টি মাটির হাঁড়ি বসিয়েছি পাখিদের নিরাপদ আবাসের জন্য। পর্যায়ক্রমে সারাদেশেই পাখিদের বাসা তৈরির লক্ষ্যে কাজ করব।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক কাজী মাহাবুবুল আলম বলেন, সারাদেশে এখন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরায়ণ ও পরিবেশ বিপর্যয়ের কারণে পাখিদের বাসা নষ্ট হয়ে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহাবুবুল আলম, উপপরিচালক আবুল কালাম আজাদ, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আঞ্চলিক সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক আবু কাউছার প্রমুখ।