শীতে কাবু চুয়াডাঙ্গা, হাসপাতালে বাড়ছে ভিড়

কনকনে শীত। বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা। এমনটাই গোটা চুয়াডাঙ্গার চিত্র।
গতকাল রোববার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন।
খোঁজ নিয়ে জানা গেছে, শীতে নিউমোনিয়া, রোটা ভাইরাস, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিপুলসংখ্যক রোগী দেখা গেছে।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৩ শয্যার বিপরীতে ৫২ রোগী চিকিৎসাধীন আছে। তাদের সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, চলমান শৈত্যপ্রবাহ আগামী আরো দুইদিন থাকতে পারে। এতে করে জেলায় শীতের তীব্রতা অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।