পীরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে একজনের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মিজানুর রহমান বাড়ি থেকে প্রায় ২০০ গজ পূর্ব পাশে পুকুরপাড়ে মাছ ধরার জন্য টেপা (ফাঁদ) বসাতে গিয়েছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু মিয়া জানান, নিহত মিজানুর রহমান সকালে বাড়ি থেকে বের হয়ে পাশের জমিতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আহত হন। চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার পরিদর্শক (এসআই) আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিহত মিজানুর রহমান মাছ ধরার জন্য গেলে বজ্রঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।