জ্বালানি তেলের দাম কমানো উচিত : অর্থমন্ত্রী

সচিবালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। ছবি : এনটিভি
বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশেও জ্বালানি তেলের দাম কমানো উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জ্বালানি তেলের দাম না কমানোর ব্যাপারে বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন অর্থমন্ত্রী।
জ্বালানি তেলের দামের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের কমানো উচিত, এটা পরিস্থিতিই দাবি করে। কারণ ওই পরিস্থিতির ওপরই নির্ভর করে আমি অনবরত বাড়িয়েছি।’