খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল। ছবি : এনটিভি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঝালকাঠি স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম লিটন, বাচ্চু হাসান খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল ফকির।
বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেন। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।