অচিরেই বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রানজিট চালু : অর্থ প্রতিমন্ত্রী

অচিরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিট চালু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারত উভয়ই চায় ট্রানজিট চালু হোক। এটি নিয়ে দুই দেশ উচ্চপর্যায়ে আলোচনা করেছে।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে যশোরের বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ, আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের নিয়ে এক সুধী সমাবেশে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশের প্রতিবাদ্য বিষয় ছিল ‘ডিজিটাল কাস্টমস ক্রমবর্ধমান অংশগ্রহণ’। যশোরের কাস্টমস কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বেনাপোল কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান। ব্ক্তব্য দেন বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ফিরোজ আহমেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুল হক, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, আলহাজ নুরুজ্জামান ও এমদাদুল হক লতা।
এর আগে সকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৬ উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি বেনাপোল কাস্টমস হাউস থেকে চেকপোস্ট পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। সেখানে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন কাস্টমস কর্মকর্তারা।
র্যালিতে কাস্টমস, প্রশাসন, বন্দর ব্যবহারকারী সংগঠন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এদিকে দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউস থেকে চেকপোস্ট পর্যন্ত নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়।