নরসিংদীতে দলিল জাল করার সময় একজন আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/26/photo-1453825645.jpg)
নরসিংদীতে দলিল জাল করার সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা সাব-রেজিস্ট্রার। আজ মঙ্গলবার দুপুর ১টায় নরসিংদী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক দলিল লেখকের নাম হুমায়ুন কবির (৪০), সনদ নম্বর ৩৪৩। তাঁর বাড়ি সদর উপজেলার উত্তর সাটিরপাড়ায়।
সাব-রেজিস্ট্রার অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, সদর সাব-রেজিস্ট্রারের কাছে দলিল লেখক হুমায়ুন কবির সদর উপজেলার মাধবদীর আনন্দী এলাকার একটি সম্পত্তি হস্তান্তরের দলিল উপস্থাপন করেন।
এ সময় জেলা সাব-রেজিস্ট্রার দলিল গ্রহীতা ও দাতার নাম-পরিচয়, বয়স, বাবার নাম জানতে চাইলে হুমায়ুন বলতে পারেননি। পরে সদর সাব-রেজিস্ট্রার আবদুর রহিম দলিল লেখককে তাঁর খাসকামরায় নিয়ে যান। বিষয়টি পৌর মেয়র কামরুজ্জামান কামরুলকে জানানো হয়। পরে মেয়র উপস্থিত হয়ে দলিল লেখককে পুলিশে সোপর্দ করেন।
এদিকে, এলাকার প্রভাবশালীরা অর্থের বিনিময়ে বিষয়টি আপস-মীমাংসাসহ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে জানা গেছে। পৌর মেয়রের দৃঢ় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার মো. আবদুর রহিম বলেন, ‘জেরা করার সময় তথ্যের গরমিল থাকায় দলিল লেখককে আমার সন্দেহ হয়। অধিক জেরার মুখে বের হয়ে আসে প্রতারণার বিষয়টি। তাই তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
এই বিষয়ে নরসিংদী দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন নান্নু বলেন, একটি চক্র বেশ কিছুদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে জাল দলিল করে আসছে। এতে প্রকৃত জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দালালদের এসব অনৈতিক বিষয়গুলো বন্ধে সাব-রেজিস্ট্রারসহ প্রশাসনকে কঠোর হস্তে দমনের দাবি জানান তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি, তদন্ত) তাহের দেওয়ান বলেন, আটক হুমায়ুন কবিরকে নরসিংদী সদর মডেল থানার হাজতে পাঠানো হয়েছে।