টহলভ্যান-ট্রাক সংঘর্ষ
নারায়ণগঞ্জে দুই র্যাব সদস্য নিহত, দুজন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টহলভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে দুই র্যাব সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই র্যাব সদস্য হলেন সোহেল ও মনসুর। তাঁরা পুলিশ থেকে র্যাবে যোগ দিয়েছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অধিনায়ক আনোয়ার লতিফ খান জানান, আহত বাকি দুই র্যাব সদস্যকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা গুরুতর।