আ. লীগ ব্যবসা করতে আসেনি : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন কাজ চালিয়ে নিতে ব্যবসায়ীদের সময়মতো ট্যাক্স দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের উন্নয়নের ৯০ ভাগ কাজ এখন নিজেদের বাজেটে হচ্ছে। আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। আমরা ব্যবসা করতে আসি নাই।’
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বায়নের এই যুগে ব্যবসা-বাণিজ্যের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বাংলাদেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। আমরা ব্যবসা করতে আসি নাই। ব্যবসা করব না। আমরা চাই, আপনারা ব্যবসা করবেন। ব্যবসায়ী সম্প্রদায় এবং সাধারণ মানুষকে অনুরোধ করব, আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, কারোর কাছে হাত পাততে না হয়, আর এ জন্য আপনাদের সময়মতো ট্যাক্স দিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। রাজস্ব হিসেবে প্রাপ্ত অর্থ দেশের উন্নয়নকাজে ব্যয় হচ্ছে। সরকারের একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন।’
চট্টগ্রামের এসব উন্নয়ন ভবিষ্যতে আরো উন্নয়নের সুযোগ সৃষ্টি করে দিবে মন্তব্য করে শেখ হাসিনা আরো বলেন, ‘চট্টগ্রামের জন্য সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে সরকার। এরই মধ্যে বঙ্গবন্ধু এভিনিউ ম্যুরাল, কদমতলী ফ্লাইওভার, বাইপাস সড়ক এবং রিং রোডের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।’