মার্চে কর্ণফুলী টানেলের নির্মাণকাজ শুরু

আগামী মার্চ মাসে কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের নির্মাণকাজ শেষে আগামী মে মাসে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।
আজ রোববার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ উপলক্ষে ইউথ কনফারেন্স অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুল আলম, সাবেক সভাপতি এম এ লতিফ এমপিসহ তরুণ উদ্যেক্তারা বক্তব্য দেন।
সড়ক পরিবহন মন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে মিটার ছাড়া কোনো সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় বের করতে পারবে না। মিটার সংযোজন নিশ্চিত করতে কয়েক দফা সময় বাড়ানো হয়েছে। আজ শেষ সময়। কাল সোমবার থেকে মিটার ছাড়া অটোরিকশা রাস্তায় বের না করতে সবার সহযোগিতা চান তিনি।