গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের কর্মীদের টানা সোয়া চার ঘণ্টা চেষ্টার পর অবশেষে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়্ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ম্যাট্রিকস নামে ওই সোয়েটার কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকার কুর্মিটোলা, সাভার, টঙ্গী, শ্রীপুর, ভালুকা, কালিয়াকৈর, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ শুরু করে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, আজ সকালে ম্যাট্রিকস সোয়েটার কারখানার আটতলা ভবনের সর্বোচ্চ তলায় সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। কারখানায় সিনথেটিক মালামাল থাকায় আগুন দ্রুত পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ঢাকা, সাভারসহ বিভিন্ন এলাকা থেকে আরো ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে আগুন সপ্তমতলায়ও ছড়িয়ে পড়ে বলে জানান লিটন।
কারখানাটিতে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। আগুন লাগার সময় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।