নিখোঁজের আটদিন পর পদ্মা নদীতে শ্রমিকের লাশ

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর হাজরা চ্যানেল থেকে নিখোঁজ হওয়ার আটদিন পর এক শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। তাঁর নাম চাঁন মিয়া মোল্লা (৫০)।
নিহত চানমিয়া উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামের বাসিন্দা ছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আটদিন আগে পদ্মা নদীতে বালুবাহী বলগেট চালক চাঁনমিয়া মোল্লা শিবচরের ছিরু চৌধুরীর হাট এলাকা থেকে নিখোঁজ হন। সোমবার বিকেলে চাঁন মিয়া মোল্লার মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় পদ্মা নদীর হাজরা চ্যানেলের মুখ থেকে উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।