নারায়ণগঞ্জে বহুতল ভবন ঘেঁষা ঝুটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় একটি বহুতল ভবন ঘেঁষা ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গুদামের বিপুল ঝুট পুড়ে গেছে। এই ঘটনায় ঝুটের গুদাম ঘেঁষা বহুতল ভবন হৃদম প্লাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের দেওভোগ ভাষাসৈনিক মমতাজ হোসেন সড়কের পাশে সেলিম মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কালো ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়লে গুদাম সংলগ্ন নয় তলা বিশিষ্ট হৃদম প্লাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা রাস্তায় নেমে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ওই ঝুটের গুদামে রাখা বিপুল কাটা কাপড় পুড়ে গেছে।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহম্মেদ জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।