দিনাজপুরে ট্রাক খাদে পড়ে চারজন নিহত

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি গেটের কাছে কয়লাবোঝাই ট্রাক খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন রেজাউল করিম, ইসমাইল হোসেন, জামিরুল এবং দিলীপ সিং। তাঁদের সবাই নবাবগঞ্জ থানার হরিলামপুর গ্রামের শ্রমিক।
দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তিনজনকেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পার্বতীপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, রাতে ট্রাকটি পার্বতীপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। ওই সময় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এটি। এতে ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়।