যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ৩

যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক ওরফে ডিশ মানিক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন কসবা কাজীপাড়া এলাকার ইয়াসিন, ডাবলু, হাবিবুর রহমান, মনির শেখ ও শরিফুল ইসলাম সোহাগ।
নিহত মানিকের বাড়ি কসবা কাজীপাড়া এলাকায়। তিনি একটি ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
আহত ব্যক্তিরা একই এলাকার রিপন (৩০), জাহাঙ্গীর (৩২) ও রায়হান (২৮)।
তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত রায়হান জানান, রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক এম এ সাঈদ সিদ্দিকী জানান, হাসপাতালে আনার পরপরই মারা যান মানিক। তাঁর মাথা, বুক, পেটসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।