নওগাঁয় বিদেশি পিস্তল, গুলিসহ নারী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা উপজেলার গোপীনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ রিনা খাতুন (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রিনা খাতুন উপজেলার গোপীনগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুকুল হোসনের স্ত্রী।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, সীমান্ত এলাকা দিয়ে পিস্তল আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের ফোর্স উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর মোড় থেকে রিনা খাতুনকে আটক করে। পরে নারী কনস্টেবল দিয়ে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।