নারায়ণগঞ্জে ২০ দোকানে আগুন

নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় আজ বৃহস্পতিবার আগুন লাগলে তা নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় দুটি স মিলসহ ২০টি ফার্নিচার দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসীর ধারণা, মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল উদ্দিন জানান, আগুনের লেলিহান শিখা পাশের একটি পাঁচতলা আবাসিক ভবনে ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত সেটা রক্ষা করতে পেরেছেন। ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তদন্ত না করে ক্ষতির পরিমাণ বলা যাবে না বলে জানান তিনি।