শরীরে বেঁধে ফেনসিডিল পাচারের সময় যুবক আটক

দিনাজপুরের হিলির বাসুদেবপুর সীমান্ত এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ রবিউল (২২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়।
রবিউল জেলার হাকিমপুর উপজেলার খাট্টাউচনা গ্রামের বাসিন্দা। তাঁর শরীরে বাঁধা অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরে উপজেলার রায়েরভাগ এলাকায় সীমান্তের ২৮৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারি মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় কর্তব্যরত বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে রবিউলকে আটক করে।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার সিরাজুল ইসলাম জানান, রবিউলকে আটক করতে পারলেও তাঁর সঙ্গে থাকা অন্য চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটক মাদকদ্রব্য ধ্বংস করতে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম। এ ছাড়া আটক রবিউলকে মাদক আইনে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।